ইউটিউব থেকে সনদ পাচ্ছেন ২ তরুণ উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে সাফল্য পেয়েছেন চট্টগ্রামের দুই তরুণ উদ্যোক্তা। ‘হাবিব তাজকিরাজ’ নামে তাদের ইউটিউব চ্যানেল চট্টগ্রামে প্রথমবারের মতো এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করায় ইউটিউব থেকে ক্রেস্ট ও সনদ লাভ করতে যাচ্ছেন তারা।
এই দুই তরুণ উদ্যোক্তা হলেন- চট্টগ্রামের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহাম্মেদ এবং পরিচালক এম জে কে মহি।
বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ৪১০০ জন। মাত্র ৭৪টি ভিডিও কনটেন্ট আপলোড করে এই চ্যানেলের ভিউয়ারস সংখ্যা ৭৯ লাখ ৫৬ হাজার ৭৪৪ ছাড়িয়ে গেছে।
ইউটিউবার ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কে সামি আহাম্মেদ একজন সিএ প্রফেশনাল এবং এম জে কে মহি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও নগরীর বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান। দীর্ঘ দিন ধরে তারা ব্যতিক্রমী নানা ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করছেন।
রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল
রাইজিংবিডি.কম