ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ম্যাচটা হলে আমরা জিততে পারতাম : তাসকিন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাচটা হলে আমরা জিততে পারতাম : তাসকিন

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির পেটে গেলেও বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিকে তা স্মরণীয় করে রেখেছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন বাংলাদেশের এ স্পিডস্টার।

ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম বাংলাদেশি পেসার হিসাবে হ্যাটট্রিক করলেন তাসকিন। যে কোনো বোলারের কাছেই এটা পরম আকাঙ্ক্ষার। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পেয়ে গেলেন তিনি।

কলম্বোতে এপ্রিলের প্রথমদিনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন গতকালের ম্যাচে আলো ছড়ানো তাসকিন। প্রথমবারের মতো হ্যাটট্রিক পাওয়ার অনুভূতি প্রকাশ করে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ এটা আমার লাইফের জন্য বড় একটা অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে। আরও ভালো লাগতে যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম। দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে ম্যাচটি হয় নাই।’

বোলিং যতই ভালো হোক না কেন উইকেট পাওয়াকে ভাগ্য দাবি করে তাসকিনের বক্তব্য, ‘আসল লক্ষ্য সিরিজ জেতা, উইকেট পাওয়াটা আমরা চেষ্টা করতে পারি কিন্তু সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। শেষের ওই বলটা ভালোই ইয়র্কার ছিল। বোল্ড না হয়ে ব্যাটের প্রান্তে লেগে চারও হয়ে যেতে পারত। আল্লাহর রহমতে আমি ভাগ্যবান। চেষ্টা করেছি শেষপর্যন্ত সেটা হয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/শামীম/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়