ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বকেয়ার দাবিতে জুট মিলে ধর্মঘট

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়ার দাবিতে জুট মিলে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ধর্মঘট করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ করে মিলে বিক্ষোভ করেন।

মিলের শ্রমিক মিজানুর রহমান জানান, শ্রমিকদের প্রায় দুই মাসের মজুরি বকেয়া পড়েছে। মজুরি দিতে গড়িমসি করা হচ্ছে। শ্রমিকরা মজুরি না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে। বকেয়ার দাবিতে তারা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করেছে।

প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক সেলিম আকন্দ বলেন, বকেয়া মজুরি না পাওয়ায় পাঁচ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই বাধ্য হয়ে মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।



রাইজিংবিডি/খুলনা/০৪ অক্টোবর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়