ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরি  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের  সভাকক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয়ে একে অপরের সহযোগিতা কামনা করেন।

এ বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় বন্দর নির্মাণে সমঝোতা স্মারকপত্র (এম ও ইউ) স্বাক্ষরের বিষয়টিও আলোচনায় স্থান পায়।



রাইজিংবিডি/ঢাকা/ ১৫ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়