ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেলায় ১০৩ নতুন বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলায় ১০৩ নতুন বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিন রোববার নতুন বই এসেছে ১০৩টি। এর মধ্যে ৪৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, পলল প্রকাশনী এনেছে ড. অলিউর রহমানের ‘সাংবাদিকতার ধারণা ও কৌশল’, অন্য প্রকাশ এনেছে রবীন্দ্রনাথ রায় চৌধুরীর ‘আলো অন্ধকারে যাই’, জয়তী এনেছে হামিদ কায়সারের ‘অগ্রন্থিত রশিদ করিম’, আনজির লিটনের ‘আনারসের ঢাকা সফর’, দাউদ হায়দারের ‘লক্ষীছাড়ার ইহলোক’।

প্রকাশিত হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পিতার হুকুম মাতা ও পুত্রের জন্য’, চন্দ্রাবতী একাডেমি এনেছে শামসুজ্জামান খানের ‘কিশোর সমগ্র’, মঞ্জু সরকারের ‘অচল ঘাটের আখ্যান’, কাইজার চৌধুরীর ‘সুমনের বন্ধু’, ইতি প্রকাশনী এনেছে আনিসুল হকের ‘কিশোর সমগ্র ৪’, সমগ্র প্রকাশন এনেছে আসিফ নুরের ‘খেয়ালি খেয়া’, মহাকাশ প্রকাশনী এনেছে জালাল আহমেদের ‘নিশি কুহক’।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়