ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সংসদ ভবন পরিদর্শন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সংসদ ভবন পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলে বেরসে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন।

বুধবার সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এর স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ ও বিভিন্ন লবি পরিদর্শন করেন তিনি।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সংসদ ভবনে এলে তাকে স্বাগত জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহমান ও হুইপ মো. শাহাব উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়