ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শেষ দিনে ড্রতেই চোখ নুরুজ্জামানের

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ দিনে ড্রতেই চোখ নুরুজ্জামানের

সেঞ্চুরিয়ান নুরুজ্জামান (ছবি : মিলটন আহমেদ)

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগে খুলনার বিপক্ষে ৪৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে মাত্র ৯৬ রানেই ৬ উইকেট হারায় বরিশাল বিভাগ। সেখান থেকে নুরুজ্জামান ও রাফসান মাহমুদ দলকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। রোববার দিনের শুরুতে রাফসান আউট হয়ে গেলেও অনবদ্য সেঞ্চুরি করেছেন মো. নুরুজ্জামান। ফলোঅন এড়াতে না পারলেও সেঞ্চুরিটি দলের কাজে লাগায় খুশি নুরুজ্জামান।

জয়ের জন্য বড় লক্ষ্য তাদের সামনে। তবে জয় নয়, ম্যাচ ড্র করার ব্যাপারে আশাবাদী তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিটি পূর্ণতা পাবে দল যদি ম্যাচটা ড্র করতে পারে। এমনটাই জানালেন বরিশালের মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুজ্জামান। রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন নুরুজ্জামান।

নিজে সেঞ্চুরি পেলেও সেটা যে সহজ ছিল না সেটা জানতেন তিনি। বলেন, ‘খুলনার বোলিং অ্যাটাক খুব শক্তিশালী, এ ধরনের বোলিং অ্যাটাকে দলের ওই পরিস্থিতিতে রিকভারি করা খুব কঠিন। তবে চেষ্টা ছিল, আল্লাহর রহমতে করতে পেরেছি।’

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি, তবুও খুশি শুধু দলকে বড় ধরনের চাপ থেকে মুক্তি দিতে পারায়। বলেন, ‘দলকে যদি ফলোঅন থেকে মুক্তি দিতে পারতাম, আরও ঘন্টা খানেক ব্যাট করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো।’ 

ম্যাচের এখন যে অবস্থা তাতে জয়ের ব্যাপারে ভাবছে না বরিশাল। আপাতত তাদের লক্ষ্য চতুর্থ দিন পুরোদিন ব্যাট করে ম্যাচ ড্র করা। সেঞ্চুরি পাওয়া নুরুজ্জামান জানান, এই ম্যাচে জেতা খুব কঠিন। চার’শ রানের উপরে আমাদের লক্ষ্য। টার্গেট থাকবে কিভাবে ম্যাচটা ড্র করা যায়। তিনটা সেশন আছে, ৬টা ঘন্টা, কিভাবে আমরা কাভার করব সেটাই ভাবছি। আমাদেরও ৮ জন ব্যাটসম্যান আছে, সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ম্যাচ ড্র হবে।’ 

ম্যাচ ড্র করতে হলে বরিশাল বিভাগের ব্যাটসম্যানদের সারাদিন ব্যাট করতে হবে। তবে খুলনার বোলাররাও খুব ভালো মানের এটা জানেন নুরুজ্জামান। বিশেষ করে মাশরাফি-রাজ্জাকের মতো খেলোয়াড় যে কোন দলে থাকলে প্রতিপক্ষের জন্য কাজটা করা কঠিন হয়ে যায়, এটাও মাথায় আছে নুরুজ্জামানের। 

বলেন, ‘মাশরাফি ভাই ডেফিনেটলি ভেরি ডিফিকাল্ট বোলার। রাজ ভাই আছেন, মেহেদী খুব ভালো করছে, আল-আমিন আছে, সব মিলিয়ে তাদের বোলিং অ্যাটাক অনেক কঠিন। এসব হিসেব করলেও আমাদের দলের ব্যাটসম্যানদেরও তাদেরকে আটকানোর এবিলিটি আছে। তারাও অনেক পারফর্ম করেছে। লক্ষ্যে পৌঁছানো কঠিন, তবে অসম্ভব নয়।’



রাইজিংবিডি/খুলনা/২৪ সেপ্টেম্বর ২০১৭/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়