ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠাতে সায় সংসদীয় কমিটির

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠাতে সায় সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুনর্বাসনে ঠেঙ্গারচরে পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার বিকেলে জাতীয় সংসদে কমিটির বৈঠকে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানোর প্রতি সমর্থন জানানো হয়।

ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তার নিন্দা জানায় কমিটি।

যেসব রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এবং যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করে কমিটি। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমস্যাটির সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কেও প্রচেষ্টা অব্যাহত রাখতে বলা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দীপু মনি। কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, রাজী মোহাম্মদ ফখরুল ও সেলিম উদ্দিন বৈঠকে অংশ নেন। পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ