ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

টপ অর্ডারের ব্যাটে নিউ জিল্যান্ডের লড়াকু পুঁজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৫ এপ্রিল ২০২৪  
টপ অর্ডারের ব্যাটে নিউ জিল্যান্ডের লড়াকু পুঁজি

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে নিউ জিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জিতে সিরিজে এগিয়ে যেতে পাকিস্তানকে করতে হবে ১৭৯ রান।

কিউইদের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন টিম রবিনসন। ৩৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান টম ব্লানডেল ৫ চারে করেন ২৮ রান। আর ওয়ান ডাউনে নামা ডিন ফক্সক্রফট ৩ ছক্কায় করেন ৩৪ রান। 

মিডল অর্ডারে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৭ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে আগান। আর শেষদিকে জেমস নিসামের অপরাজিত ১১ ও ইস শোধির ৫ রানে ভর করে ১৭৮ রানের সংগ্রহ পায় ব্ল্যাকক্যাপসরা।

আরো পড়ুন:

বল হাতে পাকিস্তানের সেরা ছিলেন আব্বাস আফ্রিদি। তিনি ৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, জামান খান, উসামা মীর ও ইফতিখার আহমেদ।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয় পায়। তৃতীয় ম্যাচ নিউ জিল্যান্ড জিতে সিরিজে সমতা ফেরায়। আজ যারা জিতবে তারা সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়