ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবারের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’ 

দুই দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে? এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতের সামিট বিবিয়ানা ৪৫০ মেগাওয়াট এবং সামিট মেঘনাঘাট ৩৫১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র দুটি শনিবার উদ্বোধন করা হবে। এতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি। পুরো রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসরকারি খাতের কিছু পাওয়ার প্ল্যান্ট সংস্কার করা হচ্ছে।’

বিদ্যুৎ সঞ্চালন লাইনে যে বিভ্রাট আছে তিন থেকে চার বছরের মধ্যে তার স্থায়ী সমাধান হবে বলে জানান তিনি।  

এ সময় নসরুল হামিদ জানান, আসন্ন রমজানে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত (ছয় ঘণ্টা) বন্ধ থাকবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ