ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২১ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ট্রাফিক নির্দেশনা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২১ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সোমবার দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীসহ সংশ্লিষ্টদের সুষ্ঠু গমনাগমনের জন্য ট্রাফিক পুলিশি ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়েছে।

এ লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নগরীর সোনালী ব্যাংক (লালদিঘী), জহুর হকার্স মার্কেট, আমতলা, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, তিনপুল ও বৌদ্ধমন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিআইপি গাড়ি ব্যতিত) সকল ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। শহীদ মিনারে আগত শ্রদ্ধা নিবেদনকারীরা সিনেমা প্যালেস মোড় হতে রাইফেল ক্লাবের সামনে দিয়ে বের হয়ে যাবেন।

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরভাবে পালনসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্দেশনা মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিএমপি।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়