ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবি বেলাল চৌধুরী আর নেই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবি বেলাল চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনী, ডায়বেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি গত কয়েক মাস ধরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার দুপুরে লাইফসাপোর্ট দেওয়া হয়।

ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ভারত বিচিত্রার সম্পাদক হিসেবে পনের বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাপ্তাহিক সন্দ্বীপ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা কৃত্তিবাস পত্রিকায় কর্মরত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়