ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যশোরে শুরু হচ্ছে কৃষিপ্রযুক্তি মেলা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে শুরু হচ্ছে কৃষিপ্রযুক্তি মেলা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : যশোরে আগামী বৃহস্পতিবার (১০ মে, ২০১৮) থেকে কৃষিপ্রযুক্তি মেলা শুরু হতে যাচ্ছে। কৃষি নির্ভর এই বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপ্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জ্ঞান ছড়িয়ে দিতে এই মেলা-প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

এসিআই এগ্রোবিজনেসের পৃষ্ঠপোষকতায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মেলা গত মার্চ মাসে খুলনা ও ঝিনাইদহে অনুাষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার যশোরের কালেক্টরেট চত্বরে কৃষিপ্রযুক্তি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশন্স লিমিটেড।

এসিআই এগ্রোবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী বলেন, ‘আমাদের জমির স্বল্পতা রয়েছে। তাই কৃষি জমির সর্বোত্তম ব্যবহার এবং প্রযুক্তিগত কৌশল ব্যবহার করতে হবে। এই মেলার মাধ্যমে কৃষক ও উদ্যোক্তারা কৃষি-প্রযুক্তির গুরুত্ব এবং সেগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। সর্বোচ্চ ফলন-উৎপাদন নিশ্চিত করার জন্য এটি জরুরি।’

আগামী ১০ মে বিকাল ৩ টায়, এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যশোর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে কৃষিবিদ কাজী হাবীবুর রহমান, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ হোসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর। আগামী ১০, ১১ ও ১২ মে, এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। মেলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

দেশের কৃষি শিল্প দ্রুত বেড়ে উঠলেও এ খাতের সঙ্গে সংশ্লষ্টিরা বৈশ্বিক প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। টিস্যু কালচার থেকে শুরু করে নার্সারি পরিচর্যা, জমি তৈরি, চাষাবাদ, ফসল তোলার পর সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত কাজগুলো সম্পন্ন করতে কৃষির সঙ্গে জড়িত সকলেই দ্রুতবর্ধনশীল বাজারের সঙ্গে সমানতালে চলতে লড়ে যাচ্ছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানতে পারবে এবং সেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। কৃষি যন্ত্রপাতি, সার ও বীজের সর্বোত্তম ব্যবহারসহ আরো নানা বিষয়েও তারা জানতে পারবে।



রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়