ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উল্টোপথে গাড়ি : ১২৯৮ মামলা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উল্টোপথে গাড়ি : ১২৯৮ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। এরই মধ্যে ট্রাফিক আইন অমান্য করায় ৬৫৪৮টি মামলা ও ৩৩ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বুধবারের অভিযানে ১১৩টি গাড়ি ডাম্পিং ও ৭৭০টি রেকার করা হয়। আর হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১২৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে চালানোর কারণে ১২৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, স্টিকার ব্যবহার করায় ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করায় ২ হাজার ৭৪৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ২ হাজার ৮০৪টি মোটর সাইকেল আটক করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়