ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খালেদার মামলা প্রভাবিত হতে পারে, শঙ্কা ফারুকের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার মামলা প্রভাবিত হতে পারে, শঙ্কা ফারুকের

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে বিচার প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।

বিচারকে প্রভাবিত করে মামলায় বিএনপি নেত্রীকে সাজা দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠন আয়োজিত ‘নির্বাচন কমিশন : সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রসঙ্গে জার্মানের মিউনিখে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘যদি সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করেছে, তাহলে শাস্তি হবে।’ বিএনপি চেয়ারপারসন ‘এতিমদের টাকা চুরি করে খেয়েছেন’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘এতে বোঝা যায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি বিচার বিভাগকে প্রভাবিত করেন, তাহলেই খালেদা জিয়াকে শাস্তি ভোগ করতে হবে। রায়ের আগেই যদি আপনি (শেখ হাসিনা) এ রকম বক্তব্য দেন, সেটা কী সঠিক হলো?’

তিনি বলেন, ‘যদি স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ বিচারক হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে যেসব বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্যে প্রমাণিত হবে যে, অর্থলুটের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই।’

নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারকে বলব, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি মেনে নিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন।’

বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে আরেকটি রকিব মার্কা নির্বাচন কমিশন জাতিকে উপহার দিয়েছেন। যাকে প্রধান করা হয়েছে তিনি আওয়ামী লীগ নেতা। তাকে দিয়ে অবাধ সংসদ নির্বাচন কখনো সম্ভব নয়।’

‘বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন জয়নাল আবেদিন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন তার পরে দেখুন রাজপথ কাদের দখল থাকে।’

আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষকদলের নেতা শাজাহান মিয়া সম্রাট, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ