ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আদালতকে বিএনপির ধন্যবাদ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতকে বিএনপির ধন্যবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : গ্যাসের দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধির ওপর স্থগিতাদেশ দেওয়ার জন্য উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্যাসের মুল্যবৃদ্ধির কোনো কারণ ছিল না। কারণ, সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখন লাভ করছে। গ্যাসের দাম তারা ২২.৭ ভাগ বাড়িয়ে দিয়েছে। উচ্চ আদালতকে ধন্যবাদ দিতে চাই যে, এতে স্থগিতাদেশ হয়েছে।’

‘কিন্তু প্রথম দফার বাড়তি টাকা জনগণের পকেট থেকে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যাতে তারা টিকে থাকতে না পারে’, বলেন বিএনপির মহাসচিব।   

সম্প্রতি দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার হাইকোর্ট দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেন।

এর ফলে দ্বিতীয় ধাপে আগামী ১ জুন থেকে এক চুলায় ৯০০ এবং দুই চুলায় ৯৫০ টাকা দিতে হবে না।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের চেতনা ও গণতান্ত্রিক সংস্কৃতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

সরকার অত্যন্ত পরিকল্পিত ও সচেতনভাবে বাংলাদেশের জাতিসত্ত্বা ধ্বংস করে দিচ্ছে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রের যে গর্ব ছিল, তা তারা ধ্বংস করে দিয়েছে। নতজানু হয়ে নিজেদের স্বার্থে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। ...চুক্তি হচ্ছে। কোন চুক্তি হচ্ছে আমরা জানি না। কিন্তু আজকে সীমান্তে বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করা হচ্ছে। এই বিষয়ে কথা বলা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা আজ নির্যাতিত, নিপীড়িত জাতিতে পরিণত হয়েছি। ফ্যাসিবাদের কবলে পড়েছি। এ থেকে মুক্ত না হলে জাতির অস্তিত্ব থাকবে না।’

আওয়ামী লীগ একুশের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে দিয়েছে।  একদলীয় শাসন চাপিয়ে দিতে চায়। সেই পরিকল্পনা করে ফেলেছে। মিথ্যাচার করে চাতুরতার মধ্য দিয়ে তারা জনগণকে বোকা বানাতে চায়, প্রতারণা করতে চায়।’

জাসাস গঠনের উদ্দেশ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনকে বাংলাদেশ এবং বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওয়া। এজন্য তিনি জাসাস গঠন করেছিলেন।’

তিনি বলেন, ‘একটি গান, একটি কবিতা বা একটা গল্প একটি অধ্যায়ের পরিবর্তন করে দেয়। একুশের পরে যেসব সাহিত্য, গল্প, কবিতা, গান লেখা হয়েছে এখন সেই ধরনের সাহিত্য আমরা পাচ্ছি না। ওই সময়ে গান আমাদের জাগিয়ে তুলেছিল। সেই আবেগজড়ানো কিছু এখন দেখা যায় না।’

সাহিত্য-সংস্কৃতি দিয়ে মানুষের মধ্যে আবেগ তৈরি করতে জাসাস নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

জাসাস নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে। পথসভা পথনাট্য করে আজকের সময়কে তুলে ধরতে হবে। এই যে দুঃসময়, এই যে অত্যাচার, মানুষকে হত্যা করা, গুম হয়ে যাওয়া- নাটক ও গানের মধ্য দিয়ে এসবের প্রতিবাদ করতে পারি।’

জাসাস সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাযহারুল আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দৈনিক দিনকালের সম্পাদক ড. রেদওয়ান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়