ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : তথ্যপ্রযুক্তি আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধূরী। প্রায় ২১ দিন কারাগারে থাকার পর তিনি মুক্তি পেলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক আমীর খসরুর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, আমীর খসরুর উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। জামিননামা যাচাই শেষে সোমবার সকালে আমীর খসরুকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এদিকে সকালে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী চট্টগ্রাম কারাফটকে আমির খসরুকে স্বাগত জানান।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদের একটি ফোনালাপের অডিও ফাঁস হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তির আইনে মামলা দায়ের করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এই মামলায় গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে প্রেরণ করেন চট্টগ্রাম মহানগর আদালত।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ নভেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ