ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রমজান আসলেই কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রমজান আসলেই কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়’

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এতে নিত্যপণ্যের দাম নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আসন্ন রমজানের আগেই বাজার মনিটরিং জোরদার করতে হবে। প্রয়োজনে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীকে বাজার তদারকির দায়িত্ব দিতে হবে।

তিনি বলেন, রমজানে গরিব, অসহায় মানুষ যাতে নির্বিঘ্নে রোজা রাখতে পারেন সেজন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পণ্য বিতরণের ব্যবস্থা করতে হবে। রমজানের আগে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে পণ্য বিক্রি বাড়াতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- এনডিএফের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান দুদু, শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ