ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঞ্চল্যকর কোকেন আটক মামলার চার্জ গঠন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঞ্চল্যকর কোকেন আটক মামলার চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্যকর তরল কোকেন আটকের মামলায় চার্জ গঠন করেছে আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা আট জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করার আদেশ দেন।

আসামিরা হলেন- গোলাম মোস্তফা সোহেল, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল, লন্ডনে অবস্থানরত বকুল মিয়া ও ফজলুর রহমান, কসকো শিপিং লাইনের ম্যানেজার এ কে এম আমজাদ, গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলাম। তবে মামলা দায়েরের সময় এজাহারে নাম উল্লেখ থাকা আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের মালিক নূর মোহাম্মদ এবং তার ভাই মোস্তাক আহামেদকে চার্জ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গোপন সূত্রে তথ্য পেয়ে ২০১৫ সালের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আটক করে শুল্ক গোয়েন্দারা। পরে এই চালানে ১০৭টি ড্রামে সূর্যমুখী তেলের ঘোষণা দেয়া হলেও একাধিক রাসায়নিক পরীক্ষায় এসব ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ এপ্রিল ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ