ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরবোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবাম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরবোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবাম

বিনোদন ডেস্ক: দেশের রক ঘরানার ব্যান্ড দল আরবোভাইরাস। ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘বিশেষ দ্রষ্টব্য’। দীর্ঘ দুই বছর পর দলটি নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত এক্সটেন্ডেড প্লে (ইপি) ‘অতঃপর’। চারটি গান নিয়ে সাজানো অ্যালবামের তিনটি গান আগামী ১৪ এপ্রিল জিপি মিউজিক অ্যাপে শোনা যাবে। আগামী মে মাস থেকে শুনতে পাওয়া যাবে চতুর্থ গানটি।

ব্যান্ড দল সূত্রে জানা যায়, অ্যালবামটিতে কিছু গান থাকবে, যা ২০০৪ সালে তৈরি করা হয়েছিল। নতুন অ্যালবামের গানগুলোতে থাকবে আরবোভাইরাসের নিজস্ব স্বকীয়তার এক অনন্য পরিবেশনা, যা শ্রোতাদেরকে স্মৃতি বিজরিত করে তুলবে। এই অ্যালবামের গান আরবোভাইরাসের একটি নতুন রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

অ্যালবামের সঙ্গে বের হবে একটি মিউজিক ভিডিও, থাকবে কনসার্ট ও ভক্তদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশন। একইসঙ্গে আসছে একটি রকুমেন্টারি যাতে থাকবে—আরবোভাইরাসের পথচলার না বলা গল্প, তাদের গান লেখার গল্প, অনুপ্রেরণা ও তাদের ভবিষ্যত পরিকল্পনা। কয়েকটি ছোট এপিসোডে মুক্তি পাবে এই রকুমেন্টারি। মিউজিক ভিডিও ও রকুমেন্টারি মুক্তি পাবে জিপি মিউজিকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়