ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘মেসি বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেসি বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার’

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপা জিততে পারেননি লিওনেল মেসি।

ক্লাব জার্সিতে লিওনেল মেসির অর্জনের শেষ নেই। একের পর এক সাফল্য তার শোকেস ভরিয়ে তুলেছে। ঠিক উল্টো জাতীয় দলের জার্সিতে। আর্জেন্টিনার হয়ে এখনও কোনো সাফল্য পাননি লিওনেল মেসি। ব্রাজিল বিশ্বকাপে সেই সুযোগ এসেছিল। কিন্তু জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় মেসির।

আবার চার বছর পর বৈশ্বিক টুর্নামেন্টে লিওনেল মেসি। ৩০ বছর বয়সি এ ফুটবলারের হয়তো এটাই শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনাকে বড় কিছু দেওয়ার শেষ সুযোগ। মেসি কি পারবেন এবার আর্জেন্টিনা সমর্থকদের আনন্দে ভাসাতে। রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছিল মেসির হাত ধরেই। তার দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেয়। নয়তো ইতালির মতো তাঁরাও মিস করতো বিশ্বকাপ।

আর্জেন্টিনার প্রাক্তন ফরোয়ার্ড হর্ন্যান ক্রেসপো মনে করেন এবার রাশিয়া বিশ্বকাপের ট্রফি উঠবে লিওনেল মেসির হাতেই। মেসিই এই শিরোপা পাওয়ার যোগ্য বলে দাবি তুলেছেন তিনি। রাশিয়ার গণমাধ্যম এজেন্সি টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেসপো বলেন,‘আমরা সকলেই চাই মেসি বিশ্বকাপ জিতুক। সে এটার যোগ্য দাবিদার। তবে এটা মানতে হবে আর্জেন্টিনা দল হিসেবে জার্মানি এবং স্পেনের থেকে কম শক্তিশালী। আমার মতে তারাই রাশিয়া বিশ্বকাপের ফেবারিট। তবে মেসিকে ধন্যবাদ দিতেই হবে। বিশ্বকাপে কোয়ালিফাই করার সবথেকে বড় অবদান তার। ওকে ছাড়া জাতীয় দল ভালো ফল পেতে পারবে না।’

লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠবে কিনা তা সময়ই বলে দিবে। ডি গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়োশিয়া এবং নাইজেরিয়া। তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে গতবারের রানার্সআপরা। ১৬ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে। ২১ জুন ক্রোয়োশিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে।

১১টি শহরের ১২টি স্টেডিয়ামে ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বসবে রাশিয়া বিশ্বকাপ।




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়