ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নতুন বছরে গণতন্ত্রের বিজয় কেতন উড়বে : বিএনপি

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন বছরে গণতন্ত্রের বিজয় কেতন উড়বে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন বছরে প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধায়নে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি।

 

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, ‘গণতন্ত্রহীন দেশে নতুন বছরের আগমনে মানুষের প্রত্যাশা সরকারি প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৬ সালের শেষ দিনে ২০১৭ সালের চৌকাঠে দাঁড়িয়ে শুধু এটুকু বলতে চাই, আগামী বছর যেন বর্তমানে বিরাজমান বর্বর দাসত্বের অনাদৃত কুৎসিত রূপ মুছে গিয়ে দেশবাসী যেন গণতন্ত্রের বিজয় কেতন নিয়ে নাগরিক স্বাধীনতা ফিরে পায়।’

 

৫ জানুয়ারিতে বিএনপির কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্ততি নেওয়া হচ্ছে। সরকারের গণতন্ত্রের প্রতি যদি নূন্যতম শ্রদ্ধাবোধ থাকে তাহলে আশা করি, তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না।’

 

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে কেউই মেনে নেয়নি। ওই নির্বাচন নিয়ে বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পায়নি। আজও সে নির্বাচন বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে আছে।’

 

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কাজী রকিবউদ্দীনের নির্বাচন কমিশনও একটি তামাশার বাক্সে পরিণত হয়েছে।’

 

নির্বাচনের পর থেকে বিরোধী রাজনৈতিক দলের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের শুধু বন্দুকযুদ্ধের নামে বিচার বর্হিভূত হত্যার শিকারই করা হয়নি, তাদের মিথ্যা মামলায় জড়িয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে।’

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ