ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুক মেসেঞ্জারের ইমোজি থাকছে না

স্বপ্নীল মাহফুজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক মেসেঞ্জারের ইমোজি থাকছে না

স্বপ্নীল মাহফুজ : ফেসবুক এবং মেসেঞ্জারে আলাদা আলাদা ইমোজি সেট থাকলেও, খুব শিগগির একই ধরনের ইমোজি ব্যবহার হবে উভয় প্লাটফর্মে।

মেসেঞ্জারের জন্য আলাদা যে ইমোজি, তা আর রাখবে না বলে ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর পরিবর্তে ফেসবুকের যে ইমোজি, সেটাই ব্যবহৃত হবে মেসেঞ্জারে।

ঠিক কি কারণে মেসেঞ্জারের নিজস্ব ইমোজি ফেসবুক সরিয়ে ফেলতে যাচ্ছে তা জানা যায়নি। ২০১৬ সালের জুন মাসে ম্যাসেঞ্জারের নিজস্ব ইমোজি উন্মোচন করা হয়েছিল। ফেসবুকের ইমোজিগুলো সোজা টাইপের আর মেসেঞ্জারের ইমোজিগুলো বাঁকা টাইপের এবং দেখতেও সুন্দর।

ইমোজিপিডিয়ার মতে, এই পরিবর্তন উভয় প্লাটফর্মেই প্রভাব ফেলবে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ফোনে যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন তারা শুধু ফেসবুকের ইমোজি ব্যবহার করতে পারবেন। বিশ্বব্যাপী ১ বিলিয়নের বেশি মানুষ মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, সুতরাং এটি একটি লক্ষণীয় পরিবর্তন হতে যাচ্ছে।

তথ্যসূত্র : দ্য নেক্সট ওয়েব




রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়