ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে ড্রামট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক-হেলপারের মৃত্যু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ড্রামট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক-হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরে হাইড্রোলিক ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালক মো: রুবেল মিয়া ( ৩০) ও হেলপার মো: জাহাঙ্গীর আলম (৫০)।

জানা গেছে, তাদের দুজনেরই বাড়ি ভোলায় জেলায়। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি করপোরেশনের ঝাঁঝর এলাকায় বুধবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, হাইড্রোলিক ড্রাম ট্রাকটি দিয়ে ঝাঁঝর এলাকায় মাটি ফেলার কাজ চলছিল। রাত সোয়া ১টার দিকে ড্রাম ট্রাকের পেছনের অংশ উচু করে মাটি ফেলার সময় বাইপাস সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রাকটির চালক ও হেলপারের লাশ উদ্ধার করে।

 

 

 

রাইজিংবিডি/ গাজীপুর / ১৫ নভেম্বর ২০১৮/ হাসমত আলী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়