ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলেকট্রিক পণ্য রপ্তানিতে আয় ৯০.১১ মিলিয়ন ডলার

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলেকট্রিক পণ্য রপ্তানিতে আয় ৯০.১১ মিলিয়ন ডলার

সংসদ প্রতিবেদক : বিগত ২০১৪-২০১৫ অর্থ বছরে দেশীয় বিভিন্ন ইলেকট্রিক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে ৯০ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বলে সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) লিখিত প্রশ্নের জবাবে একথা জানান শিল্পমন্ত্রী।

 

মন্ত্রী জানান, দেশীয় তৈরি ইলেকট্রনিক পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বিগত ২০১৪-২০১৫ অর্থবছরে টেলিভিশন, ট্রান্সফরমার, ইলেকট্রিক ক্যাবল, জেনারেটর, গাড়ীর যন্ত্রাংশ, সার্কিট, ইলেকট্রিক সুইচ, রেফ্রিজারেটর ইত্যাদি পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে ৯০ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

 

এ ছাড়াও মন্ত্রী বিশ্বে ইলেকট্রিক পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও তুলে  ধরেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়