ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় ২ বাসের সংঘর্ষ নিহত ৭

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ৫ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় ২ বাসের সংঘর্ষ নিহত ৭

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

 

বুধবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার কাশিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং ২০ জন যাত্রী আহত হন।

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাঁচজনের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

 

তবে স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ছয়জন নিহত হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এদের মধ্যে দুজন নারী স্থানীয় হওয়ায় তাদের স্বজনরা পুলিশ আসার আগেই লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

 

এদিকে দুর্ঘটনার কারণে বগুড়া-রংপুর মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে নিহতদের পরিচয় নিশ্চত করতে পারেনি পুলিশ।

 

 

রাইজিংবিডি/বগুড়া/৫ অক্টোবর ২০১৬/একে আজাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়