ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

এমএসআই ব্র্যান্ডের বি৮৫এম গেমিং মাদারবোর্ড

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ২৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমএসআই ব্র্যান্ডের বি৮৫এম গেমিং মাদারবোর্ড

এমএসআই বি৮৫এম গেমিং মাদারবোর্ড

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : দেশের বাজারে এসেছে এমএসআই ব্র্যান্ডের ইন্টেল চিপসেটের বি৮৫এম গেমিং মডেলের মাদারবোর্ড।

 

বেস্ট ইন ক্লাস ফিচার এবং টেকনোলজি সমন্বিত এই মাদারবোর্ডটি ইন্টেল চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর ব্যবহার উপযোগী। এই মাদারবোর্ডটিতে র‌্যাম এর জন্য রয়েছে চারটি স্লট, যা ডিডিআরথ্রি ১৬০০ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর কিলার ডি২২০০ সিষ্টেম দেবে গেম নেটওয়াকিংয়ে সর্বোচ্চ ফ্রাগ ও সর্বনিম্ন ল্যাগ এর নিশ্চয়তা।

 

অডিও বুষ্ট সাউন্ড সিষ্টেম দেবে ক্লিয়ার সাউন্ড, মিলিটারি ক্লাস ৪ দেবে মাদারবোর্ডটির সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। ওভারক্লকিং সুবিধার জন্য রয়েছে ওসি জিনি ৪ ও ক্লিক বায়াস ৪ এর মাধ্যমে সহজে বায়োস এর সুবিধা।

 

এ ছাড়াও মাদারবোর্ডটিতে রয়েছে ইউএসবি ৩.০ এবং সাটা ৬ এর মত আকর্ষণীয় ফিচার। আউটপুট এর জন্য রয়েছে একটি এইচডিএমআই সহ ডিভিআই ও ভিজিএ পোর্ট।

 

৯ হাজার ১০০ টাকা মূল্যের এই গেমিং মাদারবোর্ডটি বাজারে এনেছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান ইউসিসি। আরো জানতে ভিজিট: www.ucc-bd.com

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ