ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাজের ‘ক’-ও শিখিনি : পরীমনি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাজের ‘ক’-ও শিখিনি : পরীমনি

পরীমনি

রাহাত সাইফুল : ‘এর আগে হিন্দি সিনেমা বাংলাদেশে প্রদর্শনের বিরুদ্ধে কাফনের কাপড় পরে আপনিসহ দেশের অনেক শিল্পী রাস্তায় নেমেছিলেন। সেই হিন্দি সিনেমার নিমর্তাদের সঙ্গে আপনারা সেলফি তুলেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। এ নিয়ে আপনার অভিমত কি? এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হিন্দি সিনেমা বাংলাদেশে প্রর্দশনের বিরুদ্ধে আগেও ছিলাম এখনও আছি।’

 

সেলফি প্রসঙ্গে বলেন, ‘বলিউডের নির্মাতারা আমাদের দেশে এসেছেন। তারা আমাদের অতিথি। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই পারি। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে স্মৃতি ধরে রাখার জন্য ছবিও তুলতেই পারি। এর সঙ্গে হিন্দি সিনেমার সমর্থন দেয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না আমি।’


হালের ক্রেজ পরীমনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি এখনও কাজের ব্যাপারে খুবই ছোট মানুষ। এখনও বাংলাদেশের কিছু হইনি। আগে এ দেশের কিছু একটা হই। এর পরে অন্য দেশের কিছু হওয়ার স্বপ্ন দেখব।’ সম্প্রতি গুঞ্জন শোনা যায়, চিত্রনায়িকা পরীমনি বলিউডের সিনেমায় অভিনয় করবেন। এ প্রসঙ্গে পরীমনি এমন কথাও বলেন।

 
তিনি আরো বলেন, ‘আমিও স্বপ্ন দেখি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার। একজন শিল্পী হিসেবে হলিউড, বলিউডে কাজ করতে চাইতেই পারি। কিন্তু তার আগে আমার শিকড় ঠিক রাখতে হবে। আমার দেশেকে অপমান করে অথবা ছোট করে এমন কিছুই আমি করব না। এ কথা আমি আগেও বলেছি, এখনও বলছি।’


পরী বলেন, ‘আমি কি শিখেছি যে বলিউডে কাজ করব? আমিতো কাজের ‘ক’-ও শিখিনি। আগেতো দেশের সুপারস্টার হতে হবে তার পর না অন্য দেশের কাজের কথা ভাবব।’

 

সম্প্রতি বলিউডের প্রখ্যাত নির্মাতা মুকেশ ভাট ও রমেশ সিপ্পি বাংলাদেশে আসেন। এ সময় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরীমনিসহ বাংলাদেশের অনেক তারকা, নির্মাতা, প্রযোজক। মুকেশ ভাটের সঙ্গে পরীমনির ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে নানা গুঞ্জন শুরু হয়।


এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছি। সেখানে বাংলাদেশের অনেক তারকারা, নির্মাতা ও প্রযোজক ছিলেন। এ সময় তাদের বলিউডের নির্মাতা-প্রযোজকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে বলিউডের সিনেমায় অভিনয় করার ব্যপারে কোনো আলোচনা হয়নি।’


২০১৫ সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে অভিষেক ঘটে জনপ্রিয় এই নায়িকার। প্রথম ছবির পর মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা পাগলা দিওয়ানা। স্বল্প বাজেটের এ সিনেমাগুলো কেবল গ্ল্যামারগার্ল পরীমনির কারণে দর্শক টানতে সমর্থ হয়।
 

এর পর মুক্তি পাওয়া এস এ হক অলীকের সিনেমা আরো ভালোবাসব তোমায়। ছবিটি ভালো ব্যবসা করে। এ ছাড়া ফারুক ওমরের লাভার নাম্বার ওয়ান সিনেমাতেও পরীমনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এও ছবিটিও ছিল ব্যবসায়িকভাবে সফল।

 

আসছে ২৩ অক্টোবর তার অভিনীত নগর মাস্তান সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ ছাড়া তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।


 


রাইজিংবিডি/ঢাকা/ ৮ অক্টোবর ২০১৫/রাহাত সাইফুল/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়