ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণপিটুনিতে তিন খুন : ৬ জন দুদিনের রিমান্ডে

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপিটুনিতে তিন খুন : ৬ জন দুদিনের রিমান্ডে

পাবনা প্রতিনিধি : জেলার সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় আটক ৬ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক একেএম রওশন জাহান উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, ঘটনার সময় মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে গত ৩০ আগস্ট জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের কালু সরদারের ছেলে খোকন সরদার (৩২), আনছার মোল্লার ছেলে আহসান হাবীব আছান (২৫), করমজা নিশিপাড়া গ্রামের অঞ্জন দাশের ছেলে সুজন দাশ (১৮), নরেন চন্দ্র দাশের ছেলে বৃষ্ণ চন্দ্র ওরফে বিশু চন্দ্র দাশ (২৭), মৃত গীরিশ চন্দ্র দাশের ছেলে লিটন দাশ (২০) ও পৌর সদরের দত্তকান্দি মহল্লার রাজু প্রামানিকের ছেলে আবু বক্কার সিদ্দিক (১৬)। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৬ জনের প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, অ্যাডভোকেট তৌফিক ইমাম খানসহ ৬ জন।

অপরদিকে সরকার পক্ষে ছিলেন কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) মো. কামরুজ্জামান।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট এলাকায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের আলাউদ্দিন ওরফে আলাল (৫০), দিনাজপুর সদর উপজেলার নয়নপুর কোতোয়ালি গ্রামের আসলাম হোসেন (৪৫) ও বগুড়ার বিহারী কলোনির বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী (৫০)। এ ঘটনায় নিহত আলাউদ্দিন ওরফে আলালের ভাই রানা শেখ ঘটনার দিন রাতে অজ্ঞাতনামা ৩ হাজার মানুষকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

 


রাইজিংবিডি/পাবনা/৩ সেপ্টেম্বর ২০১৫/শাহীন রহমান/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ