ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিক্রিনিষিদ্ধ প্রায় ছয় টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

অভিযান পরিচালনাকারী সংযুক্তা দাশ রাইজিংবিডিকে জানান, গোপনে তথ্য পেয়ে নগরীর বৃহৎ বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের মদিনা মার্কেটের চতুর্থ তলায় একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গুদামে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ছয় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান।

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ ফেব্রুয়ারি ২০১৬/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ