ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চূড়ান্ত পর্যায়ে এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন : শিক্ষামন্ত্রী

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চূড়ান্ত পর্যায়ে এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষে এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউজিসিকে আরো কার্যপোযোগি করে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর ষোড়শ সমাবর্তনে সভাপতিত্বকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

 

রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সমাবর্তন বক্তা বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনি ফাল এসকেজায়ার এবং এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড লামাগনা ।

 

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান জাতির সমস্যাগুলোর সমাধান দিতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

 

শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইনকানুন অনুসরণের আহবান জানিয়ে বলেন, অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে এমন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য ১ বছর সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

 

সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ৫১৭ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী স্নাতকদের স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্ব দেন।


 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/আরিফ সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়