ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রান্সসেন্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড বাজারে

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রান্সসেন্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড বাজারে

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : দেশের বাজারে এসেছে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড। প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমোরি কার্ড আদর্শ।

 

উচ্চ ক্ষমতাসম্পন্ন এই মেমোরি কার্ডে সর্বাধুনিক ফোরকে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও ষ্টোরেজ করা যাবে। সুপার স্পিড সম্বলিত এই মেমোরি কার্ডের রিড এবং রাইট স্পিড সর্বোচ্চ ২৮৫ মেগাবাইট পার সেকেন্ড এবং ১৮০ মেগাবাইট পার সেকেন্ড। যা গ্রাহকদের ক্যামেরাটিকে একটি পাখির উড়ন্ত ছবির প্রতিটা মুহূর্ত পর্যন্ত ক্যাপচার করতে সাহায্য করবে।

 

সেরা পারফরম্যান্স ও ষ্টোরেজ ছাড়াও ট্রান্সসেন্ডের ইউএইচএস-২ মডেলের নতুন এই মেমোরি কার্ড ওয়াটার প্রুফ, টেম্পারেচার প্রুফ, স্টাটিক প্রুফ, এক্স-রে প্রুফ ও শক প্রুফ।

 

এছাড়াও ছবি, ভিডিও, ডকুমেন্ট, মিউজিকসহ বিভিন্ন মুছে ফেলা ফাইল পুনরুদ্ধারে এই মেমোরি কার্ডটি ‘রিকভার আরএক্স’ সফটওয়্যার ব্যবহার উপযোগী।

 

ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি। আরো জানতে ভিজিট: www.ucc-bd.com। 

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়