ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

 

এই সময়ের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

 

এ বিষয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

রিটকারীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ।

 

গত ৪ ডিসেম্বর বিচারপতি কামারুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেন।

 

পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ।আজ সেই আবেদনের শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

 

অন্যান্য ক্লাব হলো, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়