ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৩০

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৩০

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়।

 

আজ রোববার দুপুরে ওই সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের দুই বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীকে আটক করেছে।

 

জানা গেছে, তৃতীয় ধাপে জেলার কেন্দুয়ায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলাইশিমুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে বেজগাঁও গ্রামের পশ্চিমপাড়ার হায়দার আলী মেম্বার পদে নির্বাচিত হন। পরাজিত হন একই গ্রামের পূর্বপাড়ার আমানুল্লাহ।

 

এ কারণে নির্বাচনের সময় থেকেই দুই পাড়ার লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

এ ঘটনায় পুলিশ নির্বাচিত মেম্বার হায়দার আলী ও পরাজিত আমানুল্লাহকে আটক করেছে।

 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

রাইজিংবিডি/নেত্রকোনা/২৯ মে ২০১৬/ইকবাল হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়