ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাঁচবিবিতে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

আজিজুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৩ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচবিবিতে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন ডাঙ্গাপাড়ার ছেলোবেলো গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবলু রহমান (২৬) ও শেকটা ডাঙ্গাপাড়ার মোবারক হোসেনের ছেলে আনিছুর রহমান (৪৮)।

 

জানা গেছে, ডাঙ্গাপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাসার নতুন সেপটিক ট্যাংকের শাটারিং খোলার জন্য বাবলু ও আনিছুর ট্যাংকের ভেতরে নামেন। এ সময় অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

রাইজিংবিডি/জয়পুরহাট/৪ জুন ২০১৫/আজিজুর/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ