ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হতে চাইতেন উইদারস্পুন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হতে চাইতেন উইদারস্পুন

রিজ উইদারস্পুন

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুন জানিয়েছেন, যখন তার বয়স ছয় বছর তখন থেকে তিনি স্বপ্ন দেখতেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট হবেন।

 

 

৪০ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, অভিনয়ের বিষয়টি তার চিন্তাতেও ছিল না কারণ তিনি একজন রাজনীবিদ হতে চাইতেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে একটি পশ্চিমা সংবাদমাধ্যম।

 

এ প্রসঙ্গে রিজ উইদারস্পুন বলেন, ‘যখন আমার বয়স ছয় বছর ডলি পার্টনের মতো শিল্পী অথবা যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাইতাম।’

 

শৈশবে ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে পারেননি লিগালি ব্লন্ড খ্যাত এ অভিনেত্রী। সংগীতে মেয়ের দক্ষতার প্রশংসা করে উইদারস্পুন জানান, ডলি পার্টনের মতো শিল্পী হয়ে ১৭ বছর বয়সি মেয়ে আভা এর কিছুটা হলেও পূরণ করবেন।

 

এ অভিনেত্রী বলেন, ‘আভা বিভিন্ন মিউজিক ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছে এবং বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজিয়েছে। সে গানও লিখতে পারে। গিটার, পিয়ানো অথবা উকুলেলেতে সে যে কোনো গানের সুর তুলতে পারে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়