ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অগ্রিম টিকিট : বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রিম টিকিট : বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ

গাবতলীতে অগ্রিম টিকিট নিতে আসা যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষ দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট কিনতে এসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন। শুক্রবার সকালে রাজধানীর অন্যতম বাসটার্মিনাল গাবতলীতে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বললে তারা এই অভিযোগ করেন।

 

সরেজমিনে রাজধানীর গাবতলী টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিটের জন্য ভোর থেকে মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছেন অনেকেই।

 

খুলনা যাওয়ার জন্য ১৬ তারিখের টিকিট কিনতে আসা জসিম সিকদার রাইজিংবিডিকে বলেন, ভোর ৫টার সময় তিনি ঈগল পরিবহণ কাউন্টারের সামনে এসে লাইনে দাঁড়িয়েছেন। স্বাভাবিক সময়ের তুলনায় ৭০ থেকে ১০০ টাকার মতো বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে ঈগল পরিবহণের কাউন্টার মাস্টার মোহাম্মদ বশিরের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। আমরা সরকারের নির্ধারিত ভাড়াই নিচ্ছি। যাত্রীরা যা বলছেন, তা আসলে তারা না জেনে বলছেন। কারণ, স্বাভাবিক দিনে বাস মালিক কর্তৃপক্ষ সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেন যাত্রীদের কাছ থেকে। সরকারের বেঁধে দেওয়া ভাড়া শুধু ঈদের সময় আদায় করার কারণে যাত্রীরা মনে করছেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে।’

 

অন্যদিকে টিকিট কিনতে এসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা। কোনো কাউন্টারে নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় পুরুষদের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হয়েছে তাদের। কাঙ্ক্ষিত টিকিট পেলেও বাড়তি ভাড়া নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 

বাসমালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ঈদ উপলক্ষে বাংলাদেশের উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দিচ্ছেন তারা। গাবতলী টার্মিনাল ও মাজার রোড থেকে বিক্রি হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট। আর উত্তরবঙ্গের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে গাবতলী বালুর মাঠ থেকে। কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, মালিবাগ কাউন্টারগুলোতে বিক্রি করতে দেখা গেছে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল, পটুয়াখালী, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের বাসের টিকিট। এ ছাড়া মহাখালী বাসটার্মিনাল থেকে বিক্রি করতে দেখা গেছে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার বাসের টিকিট।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৫/মিথুন/শাহনেওয়াজ/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়