ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেড়েছে বেশির ভাগ শেয়ারের দর

এন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৩ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েছে বেশির ভাগ শেয়ারের দর

নিজস্ব প্রতিবেদক :  দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে।

 

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৮টি কোম্পানির ১০ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৩১১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ২১৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৫২ লাখ টাকা কম।

 

ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫.২১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৮১.৪৬  পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৪.৩৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

 

এদিকে বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি প্রতিষ্ঠান হচ্ছে অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, অরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, আমান ফিডস ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। আর দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো, ভ্যানগার্ড এএমএল বিডি, আইসিবি, ১ জনতা মি.ফা., জিএসপি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ফিডস, বীচ্ হ্যাচারী ও খান ব্রাদার্স পিপি।

 

একইভাবে দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হচ্ছে দুলামিয়া কটন, সেলভো কেমিক্যাল, প্রাইম লাইফ, তাল্লু স্পিনিং, মুন্নু স্টাফলার, ফনিক্স ইন্সুরেন্স, বিবিএস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং ও ফু-ওয়াং সিরামিকস।

 

অন্যদিকে সিএসইতে আজ ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে  বেড়েছে ১১৫টির কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৬/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ