ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভৌতিক আবহে নির্মিত ‘জলমানব’

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভৌতিক আবহে নির্মিত ‘জলমানব’

জলমানব নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : অদৃশ্য একজন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আকুতি জানায় সানজিদা প্রীতির কাছে। স্বামী মনির খান শিমুল স্ত্রীর এমন কথাকে প্রথমে গুরুত্ব দেন না। পরে পরিস্থিতি জটিল হলে সানজিদা প্রীতিকে মনোরোগ বিশেষজ্ঞ ঝুনা চৌধুরীর কাছে নেওয়া হয়। সেখানেও কোনো সমাধান পাওয়া যায় না।

শেষ পর্যন্ত বিষয়টি থানা-পুলিশে গড়ায়। পুলিশের কাছে গেলে উন্মোচিত হয় আরেক ঘটনা, যা মানুষকে শিহরিত করে। এমন ঘটনা দেখা যাবে জলমানব শিরোনামের নাটকের গল্পে।    

আসাদ সরকারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কে এম নাঈম। এতে অভিনয় করেছেন মনির খান শিমুল, সানজিদা প্রীতি, ঝুনা চৌধুরী প্রমুখ।

এ নাটক প্রসঙ্গে নাট্যকার আসাদ সরকার রাইজিংবিডিকে বলেন, ‘এ সময়ের একটি আলোচিত ঘটনাকে কিছুটা ভৌতিক আবহে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বিনোদনের পাশাপাশি সচেতনতার একটি ব্যাপার আছে। আশা করি, সবার ভালো লাগবে।’

সম্প্রতি নাটকটির দৃশ্য ধারনের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন আসাদ।


রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৬/রফিক/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়