ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৌলভীবাজারে আ.লীগ ১১ বিএনপি ১ স্বতন্ত্র ৬ জয়ী

হোসাইন আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৮ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে আ.লীগ ১১ বিএনপি ১ স্বতন্ত্র ৬ জয়ী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ ইউনিয়নের ১১টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

ঘোষিত ফলাফলে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে ইফতেখার আহমদ বদরুল (নৌকা), ২নং পতনউষার ইউনিয়নে তৌফিক আহমদ বাবু (নৌকা), ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আব্দুল মতলিব (নৌকা), ৪নং শমসেরনগর ইউনিয়নে জুয়েল আহমদ (নৌকা), ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আব্দুল হান্নান (নৌকা), ৬নং আলীনগর ইউনিয়নে ফজলুল হক (নৌকা), ৭নং আদমপুর ইউনিয়নে আব্দুল হোসেন (ধান), ৮নং মাধবপুর ইউনিয়নে পুষ্প কুমার কানু (স্বতন্ত্র), ৯নং ইসলামপুর ইউনিয়নে আব্দুল হান্নান (স্বতন্ত্র) জয়লাভ করেছেন।

এদিকে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে আবু সুফিয়ান চৌধুরী (নৌকা), ২নং ভূনবীর ইউনিয়নে মো. চেরাগ আলী (স্বতন্ত্র), ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ভানু লাল রায় (নৌকা), ৪নং সিন্দুরখান ইউনিয়নে আব্দুল্লাহ আল হেলাল (নৌকা), ৫নং কালাপুর ইউনিয়নে মুজিবুর রহমান মুজুল (স্বতন্ত্র), ৬নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রসাধ বর্ধন (নৌকা), ৭নং রাজঘাট ইউনিয়নে বিজয় বুনার্জী (নৌকা), ৮নং কালিঘাট ইউনিয়নে পরাগ বাড়াই (স্বতন্ত্র), ৯নং সাতগাঁও ইউনিয়নে মিলন শীল (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন।

 


রাইজিংবিডি/মৌলভীবাজার/২৮ মে ২০১৬/হোসাইন আহমদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়