ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রায়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মিষ্টিমুখ

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৯ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মিষ্টিমুখ

ঢাবি প্রতিনিধি : মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে ছাত্রলীগ। রায়ে খুশি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মিষ্টিমুখ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

 

রায়ের পর ছাত্রলীগের আনন্দ মিছিল করার কথা থাকলেও পরবর্তীকালে তা স্থগিত করা হয়।

 

এদিকে, রায়ে খুশি হয়ে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তারা আনন্দ মিছিল বের করতে চাইলে মিছিলে পুলিশ বাধা দেয়। পরে সাংবাদিকদের উদ্দেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

ছাত্রলীগ নেতারা জানান, তাদের পূর্ব থেকে আনন্দ মিছিল করার কথা থাকলেও আদালত মিছিল মিটিং বন্ধ ঘোষণা করায় তারা মিছিল থেকে বিরত থাকেন। পরবর্তীকালে তারা মিষ্টিমুখ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল ইউনিট থেকে শত শত নেতা-কর্মী অংশ নেন।

 

ছাত্রলীগ নেতারা আলী আহসান মুজাহিদসহ সকল যুদ্ধাপরাধীর চূড়ান্ত শাস্তি দাবি করেন।

 

যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের দাবিতে প্রতি শুক্রবার বিকেল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ইমরান এইচ সরকার।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৫/ইয়ামিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ