ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিবিরের তিন নেতা-কর্মী আটক, পুলিশের অস্বীকার

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিবিরের তিন নেতা-কর্মী আটক, পুলিশের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগর শিবিরের সহকারী দফতর সম্পাদকসহ তিন কর্মীকে আটক করা হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর উপশহর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের সাদা পোশাকধারী একটি দল।

তবে এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি বলেও অভিযোগ করেছে শিবির। তবে পুলিশ আটকের বিষয়টি জানে না বলে দাবি করেছে।

এক মেইল বার্তায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর উপশহর এলাকার একটি বাড়ি থেকে মহানগর শিবিরের সহকারী দফতর সম্পাদক হাবিবুর রহমানসহ তিনজনকে আটক করে সাদা পোশাকে থাকা ডিবি পুলিশ। কিন্তু গ্রেফতারের পর এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয় নি। বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রাজশাহী মহানগর শিবিরের নেতারা।

ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী সভাপতি নাঈম মাহফুজ ও সেক্রেটারি আবদুল্লাহ  যোবায়েরের পক্ষে ওই সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিষয়টি নিয়ে মহানগর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাহেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিবিরের ওই তিন নেতা-কর্মীকে আটকের কথা অস্বীকার করে  বলেন, বিষয়টি আমার জানা নেই।

 

 

 


রাইজিংবিডি/রাজশাহী/১ সেপ্টেম্বর ২০১৫/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়