ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ

শামীমা নাসরিন রিপা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোলাজ

শামীমা নাসরিন রিপা : একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন সামরিক শক্তি। দেশ ও জাতির নিরাপত্তার জন্যও সামরিক শক্তির প্রয়োজন অনস্বীকার্য। রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা সামরিক বাহিনীর প্রধান কাজ।

 

পাশাপাশি একটি দেশের জরুরি সময়েও তাদের ভূমিকা অনেক। রাষ্ট্রকে শত্রুমুক্ত রাখা, বিদেশি আগ্রাসন প্রতিরোধ করা, চিহ্নিত শত্রুদেশ ও তার জোটের বিরুদ্ধে আক্রমণ করতেই সামরিক শক্তি প্রয়োগ করা হয়।

 

উপরের বিষয়গুলো কেবল একটি উন্নয়নশীল দেশের বেলায় প্রযোজ্য। কিন্তু যারা বিশ্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করে, নিজেদের বিশ্বের পরাশক্তি হিসেবে জাহির করে তাদের সামরিক শক্তির প্রয়োজনীয়তা আরো অনেক বেশি বিস্তৃত। তারা সামরিক ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি নানাভাবে সেগুলোর ব্যবহারও করে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রয়োজনে অপ্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করে। বইয়ে দেয় রক্তগঙ্গা। সভ্যতা সংস্কৃতি তছনছ করে জাহির করে নিজেদের শক্তিমত্তা। চলুন আজ জানার চেষ্টা করি সামরিক শক্তিতে পৃথিবীর শীর্ষ দশটি দেশ সম্পর্কে।

 

র‌্যাংকিং করার ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে সক্রিয় সৈনিকদের সংখ্যা, ভূমির ব্যবহার, বৈমানিক শক্তি, নৌ-শক্তি, সামরিক সম্পদ, সেগুলোর সুষ্ঠ ব্যবহারের সক্ষমতা, অর্থ ও ভৌগোলিক স্থান দখল। এ ছাড়া আরো প্রায় ৪০টি বিষয় বিবেচনায় রাখা হয়েছে। আর সেসব বিবেচনা করে তৈরি করা হয়েছে ‘পাওয়ার ইনডেক্স’।

 

 

৭. জার্মানি
প্রতিরক্ষা বাজেট : ৪৩, ৪৭৮, ০০০, ০০০ মার্কিন ডলার।
সক্রিয় সেনা : ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ জন।
শ্রম শক্তি : ৪৩, ৬২০, ০০০ জন।
মোট যুদ্ধ বিমান : ৯২৫টি।
মোট নৌ-শক্তি (যুদ্ধজাহাজ : ৬৭টি।
পাওয়ার ইনডেক্স : ০.৬৪৯১।

 

৬. ফ্রান্স
প্রতিরক্ষা বাজেট : ৫৮, ২৪৪, ০০০, ০০০।
সক্রিয় সেনা সংখ্যা : ৩ লাখ ৬২ হাজার ৪৮৫ জন।
শ্রম শক্তি : ২৯, ৬১০, ০০০।
মোট যুদ্ধবিমান : ৫৪৪টি।
মোট নৌ-শক্তি (যুদ্ধজাহাজ) : ১৮০টি।
পাওয়ার ইনডেক্স : ০.৬১৬৩।

 

 

১. যুক্তরাষ্ট্র
প্রতিরক্ষা বাজেট : ৬৮৯, ৫৯১, ০০০, ০০০ মার্কিন ডলার।
সক্রিয় সেনা  : ১৪ লাখ ৭৭ হাজার ৮৯৬ জন।
শ্রম শক্তি : ১৫৩, ৬০০, ০০০ জন।
মোট যুদ্ধ বিমান : ১৫ হাজার ২৯৩টি।
মোট নৌ-শক্তি (যুদ্ধজাহাজ) : ২৯০টি।
পাওয়ার ইনডেক্স : ০.২৪৭৫।

 

পারমাণবিক শক্তির বিষয়টি এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, এই পারমাণবিক শক্তির বিষয়টিকে এখানে অন্তর্ভুক্ত করা হলে তুলনার বিষয়টি তার আবেদন হারাবে। আসলে একটি দেশের ভূমি, সমুদ্র ও আকাশে যুদ্ধ করার সামর্থের বিষয়টি বিবেচনায় রেখে র‌্যাংকিং করা হয়েছে।


 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়