ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথমবারের মতো সাপ্তাহিক কৃষক বাজার

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবারের মতো সাপ্তাহিক কৃষক বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো সরাসরি কৃষকদের অংশগ্রহণে বসতে যাচ্ছে ‘সাপ্তাহিক কৃষক বাজার’।

 

শহরের বাজারে ভালো শাক-সবজির অভাব রয়েছে এই অভিজ্ঞতা থেকেই ‘ফ্রেশ মার্ট’ নামক একটি প্রতিষ্ঠান কৃষকদের অংশগ্রহণে আয়োজন করতে যাচ্ছে এ ‘সাপ্তাহিক কৃষক বাজার’।

 

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থার (ইউএসএআইডি) ডাই প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তার জন্য দ্য ইনোভেশন অ্যান্ড ইনিকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজের (আইআইসি) অর্থায়নে সরাসরি কৃষকদের অংশ্রগ্রহণে বসছে এ বাজার। আট দিনব্যাপী এই বাজার ১৮ নভেম্বর হতে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। এর অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাক-সবজির সঙ্গে শহরের গ্রাহকদের পরিচয় করিয়ে দেওয়া।

 

প্রথমে ১৮ নভেম্বর ঢাকার মতিঝিলে এবং এরপর ধানমন্ডি, বনানী ও উত্তরায় পর্যায়ক্রমে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে এই বাজার বসবে।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা রিয়াজ উদ্দীন মোশারফ, আবুল কালাম ও শোয়েব ইফতেখার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়