ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবসে মেট্রোপলিটন প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৭ মার্চ ২০২৪   আপডেট: ২২:৩৩, ২৭ মার্চ ২০২৪
স্বাধীনতা দিবসে মেট্রোপলিটন প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় চেকার্স রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে মেট্রোপলিটন প্রেস ক্লাব। 

মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ আর হাবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. অরুপ রতন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাহমুদ আল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদেল হোসেন খান এবং আরিফ হোসেন নিশির। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজান বিন নূর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক নবচেতনার বার্তা সম্পাদক আতিকুর রহমান, সকালের সময়ের সিটি এডিটর জামিল আহমেদ, রাবিয়ান উত্তরার সভাপতি হাবিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আবু তাহের, বিশিষ্ট প্লাজমা বিজ্ঞানী মুশফেক রশিদসহ মেট্রোপলিটন প্রেস ক্লাবের সদস্যরা। 

সেলিম রেজার সমন্বয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজাজ, নার্গিস, রানা, মিজান ও মোহসিন। আলোচনা শেষে ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়