ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি মারা গেলে কবরে ফুল দিও না...

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি মারা গেলে কবরে ফুল দিও না...

তরুণ মিজান রহমানের বয়স ২২। ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন তিনি। বাড়ি তার সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে। ওই উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের ফয়জুল হকের ছেলে তিনি।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসটি এমন ছিলো- 'আমি মারা গেলে কেউ আমার কবরে ফুল দিওনা, পারলে একটু কুরআন তেলাওয়াত করো'।

এই স্ট্যাটাস দেওয়ার পরদিনই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলার জকিগঞ্জের আটগ্রাম থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠান সড়কের বাজারে আসছিলেন তিনি। সড়কের বাজারের অদূরে কটালপুর এলাকায় আসামাত্রই  সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এমন মৃত্যুতে উপজেলাজুড়ে নেমেছে শোকের ছায়া। একই সাথে তার স্ট্যাটাসটিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

দিঘীরপাড় পূৃর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল দুর্ঘটনায় মৃ্ত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, শুক্রবার তার জানাযা সম্পন্ন হবে।


সিলেট/ আব্দুল্লাহ আল নোমান/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়