ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউটিউবে ভাইরাল ছোট দিপু এখন বড় পর্দায়

প্রকাশিত: ১৭:০০, ২২ জুন ২০২১  
ইউটিউবে ভাইরাল ছোট দিপু এখন বড় পর্দায়

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ দীপু রায়হান। ‘ছোট দীপু’ নামেই অধিক পরিচিত তিনি। ২০১৬ সালে ইউটিউবে দীপু রায়হানের একটি নাচের ভিডিও ভাইরাল হয়। স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তার নাচের দৃশ্য অন্তর্জালে ছড়িয়ে পড়ে। 

এরপরই দীপু নাটকে অভিনয়ের সুযোগ পান। দেখতে ছোট-খাটো ও শিশুদের মতো মনে হলেও দীপু ২২ বছরের এক যুবক। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে বড় রুপালি পর্দায়।

মনোয়ার হোসেন ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ এবং ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দীপুকে দেখা যাবে। দীপু বলেন, ‘আমি সিনেমায় নিয়মিত অভিনয় করতে চাই। ইতোমধ্যে আমার পারফরমেন্স দেখে ডিপজল মামা আমাকে তার সিনেমায় সুযোগ দিয়েছেন। আশা করছি, ডিপজল মামার সিনেমায় সবসময় অভিনয়ের সুযোগ পাবো। আমাকে সুযোগ করে দেয়ার জন্য তার কাছে কৃতজ্ঞ।’

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়