গাড়ি দুর্ঘটনায় পান্তের সবশেষ অবস্থা জানালো বিসিসিআই
শুক্রবার ভোরের দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রাস্তার ডিভাইডার ভেঙে আগুন ধরে যায়। পথচারীরা গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বের করে আনে। প্রাণ বেঁচে যায় রিশাভ পান্তের। তার উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
পান্তের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিবৃতি দিয়েছে বিসিসিআই। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যানের কপালে দুই জায়গায় কেটে গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং আঘাত পেয়েছেন ডান কব্জি ও গোড়ালিতে। পায়ের পাতা ও পিঠের ত্বক ছিলে গেছে।
বোর্ড আরও জানায়, পান্তের অবস্থা এখন স্থিতিশীল। তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আঘাতের গভীরতা জানতে আরেকটি এমআরআই স্ক্যান করানো হবে।
পান্তের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে মেডিক্যাল টিম। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, দুর্ঘটনার পর থেকে তার সেরে ওঠা পর্যন্ত পান্ত পূর্ণ সহযোগিতা পাবে বোর্ডের কাছ থেকে।
ঢাকা/ফাহিম