ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্রেনেড হামলার ১৬ বছর পার হলেও থামেনি মায়ের কান্না

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গ্রেনেড হামলার ১৬ বছর পার হলেও থামেনি মায়ের কান্না

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬ বছর পার হয়ে গেছে। কিন্তু হামলায় নিহত শেখ হাসিনার সেসময়ের দেহরক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুব উর রশিদের জন‌্য এতো বছর ধরে চোখের পানি ফেলে চলেছেন তার মা হাসিনা বেগম।

নিহত মাহবুবের দুই ভাই ঢাকাতে বসবাস করেন, বৃদ্ধ মা-বাবা থাকেন কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে।
নিহত মাহবুবের মা হাসিনা বেগম বলেন, ‘আমার ছেলে আজ ১৬ বছর চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবন দিয়ে বাঁচিয়েছে সে। তার মা হিসাবে আমি গর্ববোধ করি। আমার ছেলে আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, বাড়িতেও ফিরবে না।’

তিনি বলেন, ‘আগস্ট মাস আসলেই নতুন করে লোকজন আবারও মাহবুবের স্মৃতিচারণ করে। কিন্তু আমার মনে হয়, আজকেই মারা গেছে মাহাবুব। ঘুমের ভেতর স্বপ্ন দেখি, বাড়ি আসে। একদিন স্বপ্নে দেখি, আমারে ব্যাটা বলছে, মা তোমার শরির খারাপ। এরপরই চেতন হয়ে যায়।’

মাহবুবের পিতা হারুন অর রশিদ বলেন, ‘আমার খুব ভালো লাগে এই ভেবে, আমি একজন বীরের পিতা। আমার ছেলে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। সবকিছু তো শেষ হয়ে গেছে। ছেলে চলে গেছে। হত্যার বিচার হয়েছে। আর তো কেউ খোঁজ রাখে না।’

মাহাবুবের স্ত্রী শামীমা আক্তার জানান, ‘প্রধানমন্ত্রী যা করেছেন, তা ভোলার নয়। বড় ছেলে আশিকুজ্জামান ও আশরাফুজ্জামানকে সঙ্গে নিয়ে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাড়ীতে রয়েছি। বড় ছেলে অনার্স শেষ করে চাকুরি খুঁজছে। ওর একটা চাকরি হলে চিন্তামুক্ত হতাম।’

কাঞ্চন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ