ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝলমলে মিতু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩
ঝলমলে মিতু

মডেল-অভিনেত্রী জাহারা মিতু। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়ে নজর কাড়েন তিনি।

এ আসরের ইতি টানার পর ব্যস্ত হয়ে পড়েন সঞ্চালনা ও মডেলিংয়ের কাজ নিয়ে। এরপর নাম লেখান অভিনয়ে। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। রুপালি পর্দার আবেদনময়ী এই নায়িকাকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 

ছোটবেলা থেকে নাচ, অভিনয়, গান, লেখালেখি, আবৃত্তির চর্চা করতেন জাহারা মিতু। তবে নায়িকা হওয়ার ইচ্ছা কখনো ছিল না তার। কিন্তু সময় তাকে নিয়ে গেছে রুপালি জগতে। মিতুর বাবার ইচ্ছা ছিল, মেয়ে যেন ক্রীড়াবিষয়ক কিছু করে। তাই তো বাবার স্বপ্নপূরণে ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি

গত বছরের ডিসেম্বরে ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক ঘটে জাহারা মিতুর। মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি। ক্যারিয়ারের শুরুতে এমন গল্পের সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি মিতু। তার প্রথম সিনেমার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী
 

২০১৯ সালে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন জাহারা মিতু। একই বছরের অক্টোবরে শেষ হয় সিনেমাটির দ্বিতীয় লটের কাজ। কিন্তু প্রযোজকের ব্যক্তিগত আইনি জটিলতার কারণে থমকে যায় এ সিনেমার শুটিং। দীর্ঘ বিরতির পর ‘আগুন’ সিনেমার শুটিং পুনরায় শুরু করেছেন মিতু

বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখিয়েছেন জাহারা মিতু। ‘কমান্ডো’ শিরোনামের এ সিনেমায় মিতুর নায়ক দেব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া সিনেমাটির প্রযোজনা করছে। দেবের শিডিউল জটিলতায় এ সিনেমার কাজও আটকে আছে

 
অভিনেত্রী হিসেবে নতুন জাহারা মিতু। খুব বেশি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হয়নি। তাই নিজেকে ভেঙেচুড়ে সব ধরনের চরিত্রে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়